(1 / 5)পঞ্জিকামতে, মে মাসে রয়েছে ২০২৪ গঙ্গা সপ্তমীর শুভ তিথি। এমন শুভ দিনে বহু বাধা দূর করার নানান উপায়ের কথা বলে থাকেন শাস্ত্রজ্ঞরা। এদিকে, মে মাসে সদ্য গিয়েছে অক্ষয় তৃতীয়ার পর্ব। মাসের শেষে রয়েছে বুদ্ধপূর্ণিমা। তার আগে পড়েছে গঙ্গা সপ্তমী তিথি। এই শুভ দিনের তিথি কখন থেকে শুরু আর কখন শেষ, দেখা যাক।